সারাদেশ

শাহজাদপুরে এসএসসি ২০১৯ ব্যাচের উদ্দ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শাহজাদপুরে এসএসসি ২০১৯ ব্যাচের উদ্দ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৪, বিকাল ৪:৫৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৯ ব্যাচ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ পালন করা হয়েছে। বুধবার (১৪ই আগস্ট) সকাল ১০টায় পৌর শহরের শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস‌এম সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শামীমা নাহার সহ  এসএসসি ২০১৯ ব্যাচ এর এর সকল শিক্ষার্থীরা। এ সময় শিক্ষাথীরা বলেন, আমরা কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। পট পরিবর্তনের পরে প্রসাশনের অনুপস্থিতিতে আমরা জনগণের জানমাল রক্ষায় দিনে ও রাতে শহর গ্রামে পাহারা দিয়ে চলেছি। সারাদেশেই ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করে চলেছি। তারা আরও বলেন, বায়ু মন্ডলের উষ্ণতার ফলে পৃথিবীর তাপমাত্রা প্রতিবছর অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা গরমের তীব্রতা থেকে রক্ষার প্রধান অস্ত্র হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নিয়েছি। এভাবেই প্রতিনিয়ত আমরা দেশ ও দেশের পরিবেশ রক্ষায় কাজ করে যাবো।