সারাদেশ

নওগাঁয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিংয়ে করছেন শিক্ষার্থীরা

নওগাঁয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিংয়ে করছেন শিক্ষার্থীরা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, সন্ধ্যা ৭:০৯

নওগাঁ সদরের বিভিন্ন বাজারের টোল আদায় এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চতুর্থ দিনের মতো বাজার মনিটরিং করেন তারা। নওগাঁর কলেজের শিক্ষার্থী রিয়াদুস সালেহীনের নেতৃত্বে বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বের হন। এসময় চাল, ডাল, পেয়াজ, তেল, গরু-খাসি, মুরগীর গোস্তসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং ন্যায্য মূল্যে বিক্রি করতে দোকানে দোকানে ঘুরে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে এবং তালিকা অনুযায়ী ক্রেতাদের পণ্য কিনতে অনুরোধ জানান। যদি কোন ব্যবসায়ী কিম্বা হাট/বাজার ইজারাদার নির্ধারিত মূল্য তালিকার বাহিরে অতিরিক্ত অর্থ নেয় তাহলে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ঠদের জানানোর জন্য অনুরোধ করেন তারা। তাদের কাজকে সকলে সাধুবাদ জানিয়েছেন।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন