সারাদেশ

কাওমি শিক্ষা বিস্তারে আজিমপুর মাদ্রাসার ঈর্ষণীয় ফলাফল

কাওমি শিক্ষা বিস্তারে আজিমপুর মাদ্রাসার ঈর্ষণীয় ফলাফল

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৪, দুপুর ১:২০

চট্টগ্রামের ভুখন্ড দ্বীপ উপজেলা সন্দ্বীপের কাওমি  শিক্ষা বিস্তারের  অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কাজিরখিল আল-ইসলাম আশরাফুল উলুম মাদ্রাসা সরকার স্বীকৃত ও আঞ্চলিক বোর্ড থেকে ১৪৪৫ হিজরি ২০২৪ পরিক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করছে।  ফলাফলে দেখা যায় নুরানি তালিমুল কোরআন চট্টগ্রামের বোর্ডের অধিনে নুরানি কেন্দ্রীয় সনদ পরিক্ষা তৃতীয় শ্রেণীতে অংশ গ্রহন করে ১৫ জন জিপিএ ৫ পেয়েছে ১৫ জন পাশের হার শতভাগ। মীজান সমাপনী পরিক্ষা ৬ষ্ঠ শ্রেণী বোর্ড  সন্দ্বীপ ইত্তেহাদুল  মাদারিসিল কাওমিয়্যাহ জিপিএ ৫ পেয়েছে ৩ জন পাশের হার শতভাগ। ( সন্দ্বীপ উপজেলায় সম্মেলিত মেধা তালিকায় প্রথম)  আল মারহালাতুল মুতাওয়াসসাতা ( হাস্তুম/৮ম শ্রেণী) আঞ্জুমানে ইত্তেহাদুল মাদ্রাসারিস ( কাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড) জিপিএ ৫ জন পাশের হার শতভাগ। আল মারহালাতুস সানুবিয়্যাহ (শশম/১০ম শ্রেণী) আঞ্জুমানে ইত্তাহাদুল মাদারিস (কাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড) জিপিএ ৫ দুই জন, পাশের হার শতভাগ  (সম্মেলিত মেধাতালিকায় ১৭ তম স্হান বাংলাদেশ) হিফজুল কোরআন সমাপনী কেন্দ্রীয় পরিক্ষা। (হিফজ বিভাগ)  বোর্ড বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থা, জিপিএ ৫ তিন জন  ( সম্মেলিত মেধা তালিকায় ৩য়, ৭ম ও ১০ম স্হান বাংলাদেশ) পাশের হার শতভাগ। এ বিষয়ে মাদ্রাসার পরিচালক আবু বক্কর ছিদ্দিক বলেন, আল্লাহ তায়ালার মেহের বাণী শিক্ষকদের আন্তরিকতা প্রচেষ্টা ও শিক্ষার্থীদের একাগ্রতা কারণে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে, আশাকরি ভবিষ্যতে ও এ ধারা অব্যহত থাকবে ইনশাআল্লাহ। উল্লেখ্য আজিমপুরের বাসিন্দা কারী আজিজুর রহমান ১৯৭২ সালে আজিমপুরে ভুঁইয়ার হাট সংলগ্ন মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন। বর্তমানে মাদ্রাসায় ২৭ জন শিক্ষক কর্মচারি ও ৫৩০ জন ছাত্র ছাত্রী রয়েছে, তার মধ্যে ৩৮০ জন ছাত্র এতিম খানায় ও ১৬০ জন ছাত্র হোস্টেলে লেখাপড়া করে।