বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে টানা কয়েকদিন জামালপুরের মেলান্দহ থানা-পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও কার্যক্রম শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে জনমনে|
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে থানার এই কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওসি রাজু আহাম্মদ ।
সরেজমিন সেনাবাহিনীর সহযোগিতায় মেলান্দহ থানা পুলিশ ইউনিফর্ম পরে গাড়ী নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজার ও সড়কে টহল দিতে দেখা গেছে। এদিকে গত কয়েক দিন ধরে ডাকাত ও ছিনতাইয়ের আতঙ্ক রাতদিন একাকার হয়ে গেছে সাধারণ মানুষ। থানা পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের মাঝে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওসি রাজু আহাম্মদ বলেন, থানার স্বাভাবিক কার্যক্রম চলছে। সেবা প্রার্থীদের জিডি, অভিযোগ যথারীতি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে নিরাপত্তা শঙ্কায় থানার কার্যক্রম বন্ধ করে দিয়ে নিরাপদে ছিলেন পুলিশ সদস্যরা। সেইসঙ্গে রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনী গঠনসহ সংস্কারের দাবিতে কর্মবিরতি পালন করছিলেন পুলিশ। তবে আন্দোলনের শুরু থেকেই মেলান্দহ থানা পুলিশের উপর অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মতামত