সাম্প্রতিক সময়ে আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা ও হিন্দু বাড়ীতে ভাংচুরের গুজব ছড়িয়ে পড়েছে।
এমন অবস্থায় ভোলার হিন্দু সম্প্রদায়ের মন্দিরে ও তাদের খোঁজ খবর নিতে গেলেন ভোলা জার্নালিস্ট ফোরামের নর্ব নির্বাচিত নেতৃবৃন্দ।
সোমবার (১২ই আগষ্ট) বিকালে ভোলা শহরে বিভিন্ন মন্দির পরিদর্শন করে ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করা হয়।
এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, আমরা আন্তরিক ভাবে জার্নালিস্ট ফোরামের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের খোঁজ খবর নিতে আসায়। বাপ্তা মন্দিরের সাধারণ সম্পাদক বেনু বলেন, আমরা খুব শান্তিতে আছি। ভোলায় কোথাও হিন্দুদের ক্ষতি হয়নি।
অনুজ কাহালী রোডের মন্দিরের সভাপতি প্রশান্ত রায় বলেন, ৫ই আগষ্টের পর জামাত ইসলাম ,বিএনপি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে আমাদের খোঁজ নিয়েছে, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভোলায় কোন ধরনের সমস্যা নাই, আমরা সবাই মিলেমিশে আছি।
ভোলা কালিবাড়ী রোডস্থ মন্দিরে পুরোহিত জয়পাল চ্যাটাজী বলেন, ভোলায় কোথাও মন্দিরে হামলা হয়নি। আমরা হিন্দুরা ভালো আছি এবং আরো খুশি হয়েছি সবাই এসে আমাদের খোঁজখবর নিচ্ছে।
ভোলা সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মানোষ ঘোষ শান্ত বলেন, ভোলায় বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ কে আমরা কৃতজ্ঞতা। তারা আমাদের পাশে এসে দাড়িয়েছে। ভোলায় কোন ধরনের সমস্যা হয়নি। আমরা ভালোআছি এবং আমরা সংখ্যলঘু নয় আমরা সনাতন ধর্মাবলম্বী। এ জনপদে হিন্দু-মুসলিম সবাই সব সময় এক সাথে চলে আসছি ভবিষ্যতে ও চলবো।
এ সময় উপস্থিত ছিলেন জার্নালিস্ট ফোরাম ভোলা সভাপতি শাহীন কাদের এলএলবি, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার জিলন, ইলিয়াস চৌধুরী, কাজী মহিবুল্লাহ আজাদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সজীব, মঞ্জু ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেনসহ ফোরামের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত