সারাদেশ

চাঁদপুরের কচুয়ায় মন্দির ও হিন্দু পাড়ায় সহিংস হামলা

চাঁদপুরের কচুয়ায় মন্দির ও হিন্দু পাড়ায় সহিংস হামলা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, সন্ধ্যা ৮:০০

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বায়েক গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রাজীব চক্রবর্তীর বাড়ি'র (বায়েক ঠাকুর বাড়ি) মন্দিরে ও হিন্দু পাড়ায় হামলা ও সহিংসতার খবর পাওয়া গেছে। সূত্রে জানা গেছে, বায়েক ঠাকুর বাড়ির জগন্নাথ দেব মন্দিরে ব‍্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ৩০০/৪০০ জনের এক দল দূবৃত্তকারী। একই সময়ে ঠাকুরবাড়ি সংলগ্ন ১৫/২০ টি হিন্দু বাড়িতে ব‍্যাপক ধ্বংসযজ্ঞ চালায় হামলাকারীরা। আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত‍্যাগ ও দেশত‍্যাগের পর দিন মঙ্গলবার (৬ আগষ্ট), দেশের বিভিন্ন জায়গার মত কচুয়া উপজেলার বায়েক গ্রামের হিন্দু পাড়ায় এ হামলার ঘটনাটি ঘটে। এতে ব‍্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের শিকার হন ঐ এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন। উক্ত ঘটনায় অন্তত ২০ জন হিন্দু নারী, পুরুষ মারাত্মকভাবে আহত হন। পরে দূবৃত্তকারীরা বায়েক গ্রাম সংলগ্ন সাচার বাজারের বেশ কয়েকটি হিন্দু ব‍্যবসায়ীদের দোকান লুটপাট ও ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।