সারাদেশ

সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে জীবিত ফিরলেন শ্যামনগরের রেজাউল 

সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে জীবিত ফিরলেন শ্যামনগরের রেজাউল 

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, রাত ১২:১৬

বাঘের সাথে লড়াই করে সুন্দরবন থেকে প্রাণ নিয়ে ফিরলেন সাতক্ষীরা শ্যামনগর এর রেজাউল পাইক (৫০) নামের এক ব্যাক্তি। শনিবার বেলা ১২ টারদিকে সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন এর ছবেদ আলীর খাল নামক স্থানে এঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে নিজ বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানাগেছে। আহত রেজাউল পাইক শ্যামনগর মুন্সিগঞ্জের পাশ্বেখালি গ্রামের মৃত সুরাত পাইক এর ছেলে। মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, আহত রেজাউলের বাড়ির অদূরে সুন্দরবনে বাড়ির ব্যাবহারের জন্য গরান কাঠ সংগ্রহের জন্য যান। বেলা ১২ টারদিক বনের ভেতর থেকে একটি বাঘ এসে রেজাউলের উপর আক্রমণ করে। এ সময় বাঘের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায় বাঘ রেজাউলকে ছেড়ে বনে পালিয়ে যায়। এতে রেজাউলের শরিরের বিভিন্ন স্থানে মারত্মক জখম হয়। তবে তার অবস্থা এখন আশঙ্কামুক্ত বলেও নিশ্চিত