বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ আস- সাবুরের পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব মহাদেবপুর বাসষ্ট্যান্ড এলাকায় শহিদ আস-সাবুরের বাসায় তার পিতা এনাব নাজেজ এর হাতে অনুদানের এ অর্থ তুলে দেন জেলা জামায়াতের আমীর খ. ম আ: রাকিব।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের দায়িত্বশীল আবু শিহাব, থানা জামায়াতের আমীর আ: আজিজ সুমন, নায়েবে আমির রফিকুল ইসলাম রফিক, সেক্রেটারী শেখ সাজ্জাদুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। শহিদ আস-সাবুরের বড় ভাই রিজওয়ান, সাংবাদিক ও পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
গত সোমবার (৫ আগষ্ট) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে শহিদ হন মেধাবী ছাত্র আস-সাবুর। পরে তাকে সহ আরো অনেককে পিক-আপ ভ্যনে তুলে পেট্টোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়া হয়।
আস-সাবুর (১৫) আশুলিয়া জামগড়া শাখার শাহীন ক্যাডেট স্কুলের ১০ম শ্রেণির মেধাবী ছাত্র এবং মহাদেবপুর বাসষ্ট্যান্ড এলাকার এনাব নাজেজ ও রাহেন জান্নাত ফেরদৌসী দম্পত্তির ছোট ছেলে এবং মরহুম আলহাজ¦ গিয়াস চৌধুরীর নাতি। বুধবার সকালে মহাদেবপুর ডাকবাংলো মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে তারা কেন্দ্রীয় কবরস্থানে এসে শহিদ আস-সাবুরের
কবর জিয়ারত করেন৷
মতামত