সারাদেশ

শৃঙ্খলাপূর্ণ আন্দোলন করায় পুলিশ সুপার কর্তৃক তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপনপূর্বক উপঢৌকন প্রদান

শৃঙ্খলাপূর্ণ আন্দোলন করায় পুলিশ সুপার কর্তৃক তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপনপূর্বক উপঢৌকন প্রদান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ আগস্ট ২০২৪, সন্ধ্যা ৮:২৯

কোটাবিরোধী আন্দোলনে সাতক্ষীরা জেলা পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থায় কোন ছাত্র-ছাত্রী, সাধারণ নাগরিক কিংবা কোন পুলিশ সদস্যের বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় কোটাবিরোধী আন্দোলন সাতক্ষীরার সমন্বয়কগণ কর্তৃক পুলিশ সুপার সাতক্ষীরাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন। পক্ষান্তরে, শৃঙ্খলাপূর্ণ আন্দোলন করায় পুলিশ সুপার সাতক্ষীরা কর্তৃক তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপনপূর্বক উপঢৌকন প্রদান। দেশের তরে কর্তব্যপালনে আজ সাতক্ষীরা জেলা শহরের বিভিন্ন স্থান পরিদর্শনে গেলে রাস্তায় ট্রাফিক ডিউটিতে কর্তব্যরত ছাত্রছাত্রীরা আবেগে আপ্লুত হয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। দেশের ক্রান্তিকালে পেশাদারিত্বের সাথে পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরা জেলা পুলিশের এ অর্জন প্রতিটি পুলিশ সদস্যের দৃঢ়তা, বিচক্ষণতা এবং মানবিক দৃষ্টিকোণ থেকে গৃহীত পদক্ষেপের ফসল। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জেলা পুলিশ সাতক্ষীরার প্রতিটি সদস্যকে। ধন্যবাদান্তে, মুহামাদ মতিউর রহমান সিদ্দিকী পুলিশ সুপার, সাতক্ষীরা।