ঈশ্বরদীতে প্রায় সব এটিএম ও সিআরএম বুথ বন্ধ, ব্রাক ব্যাংক ও সিটি ব্যাংকের বুথ খোলা থাকলেও নেই টাকা। ইসলামি ব্যাংকের বুথে টাকা থাকলেও নেটওয়ার্ক সমস্যা। এতে টাকা তুলতে এসে ভোগান্তিতে সাধারণ গ্রাহকদের।
ব্যাংকের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে দীর্ঘদিন ব্যাংকিং কার্যক্রমে অচলাবস্থা নেমেছিল। পাশাপাশি ইপিজেট, পারমাণবিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন হওয়ায় সবাই টাকা তুলতে ভীড় করে এটিএম বুথ গুলোতে এতে করে আজ সব ব্যাংকের বুথে টাকা শেষ হওয়ার বুথ বন্ধ রয়েছে।
শুক্রবার (৯ আগষ্ট) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় শহরের স্টেশন রোড এলাকার প্রিমিয়ার, ব্যাংক এশিয়া, প্রাইম, মিউচুয়াল ট্রাস্ট, ডাচ বাংলা, সাউথইস্ট, এনআরবি, সোনালী ও রূপালী ব্যাংকের বুথ গুলো বন্ধ রয়েছে। ব্র্যাক ব্যাংকের বুথ খোলা থাকলেও নেই টাকা।
আর ইসলামী ব্যাংকের বুথ খোলা রয়েছে তবে নেটওয়ার্ক সমস্যা।
শহরের পোষ্ট অফিস মোড় এলাকায় ও আলহাজ্ব মোড়স্থ মিউচুয়াল ট্রাস্ট, মার্কেন্টাইল ও ডাচ বাংলা বুথ গুলো বন্ধ রয়েছে।
সিটিব্যাংকের বুথ খোলা থাকলে নেই টাকা।
উপজেলা বাঘইল এলাকার বাসিন্দা আব্দুর রহমান জানান তিনি বাজারে কিছু জারুরী ঔষধ নিতে এসেছিলেন, কাছে কিছু টাকা কম থাকায় তার ব্যাংকের কার্ড দিয়ে বুথ থেকে টাকা তুলতে যান কিন্তু সব ব্যাংকে বুথ বন্ধ থাকায় তিনি বিপদে পড়েন।
শহরের শেরশাহ্ রোড এলাকার বসিন্দা বায়েজিত রহমান জানান জরুরী প্রয়োজনে তিনি বাইরে যাবেন তার এখন নগদ টাকা প্রয়োজন তিনি সব ব্যাংকে বুথ ঘুরেই টাকা তুলতে পারছেন না।
মতামত