হারিয়েছি মেধাবী প্রাণ
পেয়েছি রক্তাক্ত জুলাই।
বাংলাদেশ লিখলো
আরেকটি নতুন ইতিহাস।
কত মায়ের কোল হলো খালি
ফিরবে না আর মেধাবী পাখি।।
কত হাহাকার কত রক্তপাত
সরকার কি দিতে পারবে তার জবাব??
বাংলাদেশ বাঁচাও ধ্বনিতে
মুখরিত সারাদেশ।।
বাংলা আমার এ কি
নির্মম রূপ দেখালে।।
আর যেন না ফিরে
এমন জুলাই মাস।
আর যেন না হয়
কোনো মায়ের এমন সর্বনাশ।।
আর যেন না হয় দিতে
একটিও প্রাণ বলিদান।।
বাংলা আমার এবার থামো
গর্জে উঠেছে ছাত্র সমাজ।।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন
মতামত