ছবি : মুন টাইমস নিউজ
জয়পুরহাটের আক্কেলপুরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণে মন্দিরে মন্দিরে গিয়ে পুরোহিত, সেবায়েত ও সভাপতিদের সাথে মতবিনিময় করেছেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। এসময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। একইসাথে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট সকলেই।
বৃহস্পতিবার (৮আগস্ট) বেলা সাড়ে ১১ টায় আক্কেলপুর পৌর এলাকার নবাবগঞ্জ ঘাট সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির ও বিহারপুর শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন এবং তাদের সাথে চলমান পরিস্থিতি ও সমস্যার বিষয়ে কথা বলেছেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট আর্মি ক্যাম্পে অবস্থানরত ৩৯ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জোবায়ের সফিক, এসইউপি, পিএসসি, অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো: আব্দুল মুমিন, উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সদস্য চৈতন্য চ্যাটার্জী প্রমুখ।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, আক্কেলপুরের যারা সংখ্যালঘুরা কেমন আছে কি অবস্থায় রয়েছে, তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে কিনা এবং তাদের উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। তা পরিদর্শনের জন্য সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন গিয়ে তাদের খোঁজখবর নিয়েছে। বিভিন্ন মন্দিরের পুরোহিত ও সভাপতিদের সঙ্গে কথা বলা হয়েছে। এখন পর্যন্ত এই উপজেলার কোন উপাসনালয়ে হামলা হয়নি। আশা করছি আক্কেলপুরে অপ্রীতিকর কোন ঘটনা ঘটবেনা । উপজেলা প্রশাসন সর্বদা সকলের পাশে রয়েছে।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন
মতামত