বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ এর সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়৷ ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ চন্দনপুর’ সংগঠন এটি আয়োজন করে। আলোচনা সভা শেষে স্বৈরাচারী সরকারের পতনে বিজয় মিছিল করেন তারা।
মোহাম্মদ সাব্বির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় শহিদদের স্মরণে স্বাগত বক্তব্য দেন মেহেরব হোসেন বাপ্পি। এছাড়া পর্যায়ক্রমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ ও স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা বক্তব্য দেন। শহিদের স্মরণে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন মুক্তা পারভীন, মোস্তাকিম রফিক, তানিউল ইসলাম, মোহাম্মদ নাসিম, নিলা, আসাদ ও কারিমুস সাকিব। অভিভাবকদের হয়ে বক্তব্য দেন জিয়াউর রহমান। এছাড়া শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক আসানুর রহমান। সংগঠনের প্রতিষ্ঠাতা আবু সোহানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভা শেষ হয়।
সভায় বক্তারা যেকোনো প্রকারের অগ্নিসংযোগ, গুম, হয়রানি, সাম্প্রদায়িক দাঙ্গাহাঙ্গামা থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে স্বৈরাচারী সরকারের পতনে উপস্থিত সকলের অংশগ্রহণে বিজয় মিছিল বের হয়। মিছিলটি চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে ঘুরে আবার একইস্থানে এসে শেষ হয়।
প্রসঙ্গত, অনুষ্ঠানের পুরো সময় জুড়ে শহিদদের স্মরণে সামনে বসার একটি চেয়ার খালি রাখা হয়। এ বিষয়ে আবু সোহান বলেন, ‘শহিদরা উজ্জীবিত, তাঁরা কখনো মরে না। এই সম্মান তাঁদের উৎসর্গকে মহিমান্বিত করে। যাতে তরুণরা সামনে এগিয়ে যাওয়ার সাহস পাই।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন
মতামত