নীলফামারীর ডোমার সরকারি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একাদশ শ্রেণির নবীন ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে আজ।
বৃহস্পতিবার (৮ই আগস্ট) সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - ডোমার সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম সিদ্দিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন - ডোমার সরকারি কলেজের সহকারী অধ্যপক মোঃ রাশেদুল হক।
এসময় অনুষ্ঠানে অআথও উপস্থিত ছিলেন - সহকারী অধ্যপক বিশ্বজিৎ দাস,মোঃ রফিকুল ইসলাম,মোঃ মাহবুবুর রহমান,জয়দেব বর্মন,মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,মেহেদী হাসানসহ ডোমার সরকারি কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত