সারাদেশ

ভোলায় বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা

ভোলায় বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৮ আগস্ট ২০২৪, রাত ১২:২৫

ভোলায় শহরের শৃঙ্খলা ফিরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব নেয় সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) সারা দিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এমন চিত্র দেখা যায়। আন্দোলন সফল করার পর দেশের প্রায় সব জায়গায় পুরোপুরি ভেঙে পড়েছে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। এমন পরিস্থিতিতে ভোলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা গেছে শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে । এতে অংশ নিয়েছেন চরমোনাই ও রেড ক্রিসেন্ট এর সদস্যরা। এ সময় শিক্ষার্থীরা বলেন এ দেশ ও শহর আমাদের। শহরের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে আমাদেরকেই কাজ করতে হবে। শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছে পথচারী ও সাধারণ মানুষ।