সারাদেশ

মোংলায় গির্জা-মন্দির ও রাষ্ট্রীয় সম্পদ পাহারায় বিএনপি'র নেতা কর্মীরা

মোংলায় গির্জা-মন্দির ও রাষ্ট্রীয় সম্পদ পাহারায় বিএনপি'র নেতা কর্মীরা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৭ আগস্ট ২০২৪, রাত ১০:৩১

দেশের চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় শান্তি কমিটি গঠন করেছে মোংলা বিএনপি। মোংলা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলীর নেতৃত্বে বুধবার (৭ আগষ্ট) প্রতিটি এলাকায় এ শান্তি কমিটি লোকজন কাজ শুরু করেছে। এছাড়া মাইকিং করে শহর জুড়ে নেতাকর্মীদের সতর্ক করা হচ্ছে। জুলফিকার আলী বলেন, আজ সকালে মোংলায় প্রত্যেকটি গির্জা ও মন্দিরের শান্তি কমিটির কার্যক্রম পরিদর্শন করেছি। এ কমিটিতে রয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা বন্দর, শিল্প এলাকা এবং তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ রাষ্ট্রীয় সম্পদ রক্ষার পাহারার কাজ শুরু করেছে। তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৈচারী হাসিনা সরকারের পতনের পর উত্তাল হয়ে ওঠে মোংলার রাজনৈতিক মাঠ। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন