সারাদেশ

ছাত্রজনতা সহ সকলকে শান্ত থাকার আহ্বান জানান, বিএনপির নেতা সাঈদ সোহরাব

ছাত্রজনতা সহ সকলকে শান্ত থাকার আহ্বান জানান, বিএনপির নেতা সাঈদ সোহরাব

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৭ আগস্ট ২০২৪, সন্ধ্যা ৮:০২

টাঙ্গাইল ৭ মির্জাপুরের ছাত্র-জনতা ও দলীয় নেতাকর্মী সহ সকলকে শান্ত থাকার আহ্বান জানালেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব । মির্জাপুর শহরের বিভিন্ন স্থানে তিনি মাইকে ঘোষণা দিয়ে এ আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের পর স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সংবাদ সম্মেলন করে সবাইকে ঘরে ফিরে যেতে বলেছেন। আমরা কোনো সহিংসতা চাই না। আপনারা সবাই বিজয় উল্লাস করুন। কিন্তু কোনো প্রকার ভাঙচুর করবেন না। কিছু লোকজন শহরে ঢুকে ভাঙচুর করছে, তারা সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা করছে। আমি কেন্দ্রীয় বিএনপি'র পক্ষ থেকে বলছি, আপনার কেউ এসব করবেন না। এর আগে শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর পরই বিজয় মিছিল নিয়ে শহরে ঢোকেন ছাত্র-জনতা। শহরের বিভিন্ন স্থানে তারা আনন্দ উল্লাস করেন এবং বিজয়ের স্লোগান দেন।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন