চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিকে কেন্দ্র করে সহিংসতা প্রতিরোধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জমায়েত কর্মসূচি পালন করেছে নাটোরের সিংড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (৪ আগষ্ট) বেলা ১০ টায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলা আওয়ামীগ, পৌর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সিংড়া থানা অফিসার ইনর্চাজ মোঃ আবুল কালামের নেতৃত্বে সকাল থেকেই বাসস্ট্যান্ড সহ গুরুত্বপুর্ণ বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক অবস্থানে থাকতে দেখা যায়। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনে কোন আন্দোলনকারীকে দেখা যায়নি সিংড়ায়। দোকান পাট, ব্যাংক, অফিস সব কিছুই স্বাভাবিক ছিল, বাসচলাচল ও অন্যান্য যানচলাচলও ছিল আগের মত স্বাভাবিক ছিল।
মতামত