সারাদেশ

শাহজাদপুরে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল, থমথমে শাহজাদপুর

শাহজাদপুরে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল, থমথমে শাহজাদপুর

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৪ আগস্ট ২০২৪, বিকাল ৪:৩৯

সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ শাহজাদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশতাধিক আহতের খরব পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিক্ষোভকারীরা প্রেসক্লাব, পৌরসভা, টাউন ক্লাব, ক্রিয়া সংস্থা ও স্থানীয় সংসদ সদস্যদের বাড়ীতে আগুন দেওয়াসহ উপজেলা পরিষদ এবং বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও আওয়ামীলীগ অফিস ব্যাপক ভাংচুর চালিয়েছে। রোববার(৪ আগষ্ট) সকাল থেকে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে এসব সংঘর্ষ ঘটে। এসময় শহরের বিভিন্ন পয়েন্ট দখলে রেখেছে আন্দোলনকারীরা। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে নাই। এদিকে পৌরসভার পৌর কার্যালয়সহ পৌর সভার গাড়ীগুলোতে হামলা চালিয়ে ভাংচুরসহ আগুন ধরিয়ে দেয়, তারপর থানার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিক্ষোভকারীরা যেতে নিলে থানা পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। এরপর তারা থানার সামনে থেকে সরে এসে উপজেলা পরিষদের হামলা চালায়। এবং উপজেলা সংলগ্ন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. হামিদ খান লাভলুর বাড়ীতে হামলা, ভাংচুর ও অগ্নী সংযোগ করে। পৌর শহরের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতা লাঠি সোটা নিয়ে অবস্থান করছে। একই সঙ্গে রাস্তায় টায়ার ও মোটরসাইকেল জ্বালিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে বিক্ষোভকারীরা। এ ছাড়াও শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা ভাঙচুর করেছে।