বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহিদদের স্মরণ ও এক দফা দাবিতে ভোলায় মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছে শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় ৭:৩০ সময় ভোলা সরকারি স্কুল মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে শতশত শিক্ষার্থী শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন। এ সময় তারা শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে বিভিন্ন স্লোগানে শহীদ মিনার থেকে বের হয়ে সদর রোড দিয়ে ইলিশা বাস স্ট্যান্ড চত্বরে গিয়ে মিছিল শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের দায় নিয়ে ক্ষমতা থেকে সরকার কে দ্রুত পদত্যাগের দাবি করেন ।
এবং আগামীকাল রোববার সারা দেশের ন্যায় ভোলায় ও সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে বলেও জানান আন্দোলনকারীরা।
মতামত