সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে ফুঁসে উঠেছে রাজপথ 

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে ফুঁসে উঠেছে রাজপথ 

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩ আগস্ট ২০২৪, সন্ধ্যা ৬:৫০

বিভিন্ন ধরনের স্লোগান, প্লেকার্ড, ব্যানার আর হাজারো শিক্ষার্থীদের বিক্ষোভে যেন ফুঁসে উঠেছে ঠাকুরগাঁওয়ের রাজপথ। চলমান কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসুচি বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শনিবার (০৩ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা প্রায় দুই ঘন্টার অধিক সময় ধরে এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসুচির শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীরা ঠাকুরগাঁও জেলা শহরের ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একত্রিত হতে থাকে। পরে তারা বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে সেখান থেকে বেড়িয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দিকে রওনা হয়। হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে সেখানে বিক্ষোভে ফুঁসে উঠে রাজপথ। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রায় ঘন্টা ব্যাপী পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা অনতিবিলম্বে এ সরকারের পদত্যাগ দাবি করেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচি প্রদানের হুশিয়ারি উচ্চারণ করেন। আন্দোলনে শিক্ষার্থী, অভিভাবক, শুশীল সমাজসহ নানা পেশাজীবী মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন । পরে বিক্ষোভ কর্মসূচি শেষে শান্তিপুর্নভাবে আপন গন্তব্যে ফিরে যান শিক্ষার্থীরা।