সারাদেশ

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩ আগস্ট ২০২৪, সন্ধ্যা ৬:১৬

সিরাজগঞ্জের বাজার স্টেশনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ১ দফা দাবিতে প্রতিবাদ মিছিল করেছে। শনিবার (৩আগষ্ট) দুপুর ৩টায় বাজার স্টেশন থেকে এ মিছিল বের করে। এ সময় শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার, ভুয়া ভুয়া স্লোগান সহ নানান স্লোগান দিতে থাকে। কয়েক শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্লোগানে মুখোমুখি তাদের ১ দফা দাবিতে সরকারের পদত্যাগের আহ্বান জানায়। পরে বিশাল মিছিলটি সিরাজগঞ্জ চৌরাস্তা হয়ে বড়পুল ও আওয়ামীলীগ কার্যলয়ের সামনে দিয়ে ঘুরে বাজার স্টেশনে এসে মিছিলটি শেষ হয়। মিছিলে ছাত্রদের পাশাপাশি অভিভাবকদের ও এই মিছিলে লক্ষ করা যায়।