সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে সন্দ্বীপে শুক্রবার সন্ধ্যা ৬ পর্যন্ত ৭৯ মিলিমিটার মুষলধারে বৃষ্টি পাত রেকর্ড চলছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টা এসব তথ্য জানান সন্দ্বীপ আবহাওয়া অফিসের বি. এম নুরুল আলম।
এদিকে টানা দুই দিনের ভারী বৃষ্টির কারণে সন্দ্বীপের বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে গুপ্তছড়া সড়ক, খন্তার হাটের পাশে শিল্পী কাশেম সড়ক, সন্দ্বীপ আনন্দ পাঠশালার স্কুলের সড়ক,বাউরিয়া কালাপানিয়া সংযোগ সড়ক, কালাপানিয়া স্কুল সড়ক সহ পৌরসভার বিভিন্ন এলাকার সড়কে পানি উঠেছে । স্থানীয় বাসিন্দাদের অসচেতনতার কারণে ড্রেনের মধ্যে ময়লা-আবর্জনা জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
দক্ষিণ মগধরা চরকাছিয়াপাড়, দক্ষিণ পূর্ব সারিকাইত,উওরে আমানউল্লাহ, দীর্ঘাপাড় নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এলাকায় টানা বৃষ্টিপাতে সড়কে পানি জমে আছে। বৃষ্টি কমলে পানি কিছুটা হ্রাস পায়। আবার বৃষ্টি হলে একই অবস্থা।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টার পরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খুলেছে। প্রয়োজন ছাড়া লোকজন বাসা থেকে বের হয় না । বৃষ্টির কারণে দিন মজুর ও শ্রমিকদের কাজ বন্ধ হয়ে আছে।
সন্দ্বীপ আবহাওয়া অফিসের বি.এম নুরুল আলম বলেন আগামীকাল ও মাঝারি ধরনের বৃষ্টি পাত অব্যাহত থাকতে পারে।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার কাছে বৃষ্টিপাতে জনসাধারণের পানি বন্ধী হওয়া নিয়ে জানতে চাইলে তিনি জানান পানি বন্ধী হওয়ার কোন খবর পাইনি পেলে সহযোগিতা করা হবে।
মতামত