সারাদেশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য মসজিদে দোয়া ও ছাত্রদের বিক্ষোভ পন্ড

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য মসজিদে দোয়া ও ছাত্রদের বিক্ষোভ পন্ড

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ আগস্ট ২০২৪, সন্ধ্যা ৭:৫৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থার জন্য নওগাঁয় মসজিদে দোয়া ও মুনাজাত হয়েছে। শুক্রবার বাদ জুমার পর নওগাঁ সদর উপজেলা মডেল মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো: আনোয়ার হোসাইন। এসময় নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। অপরদিকে শহরের মুক্তির মোড় নওগাঁ জেলা মডেল মসজিদে জুমার নামাজের পর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের জন্য অভিভাবক ও শিক্ষার্থীরা মিছিল বের করার চেষ্টা করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধায় মসজিদ চত্বরের বাহিরে মিছিলটি বের হতে পারেনি। তবে মসজিদ চত্বরেই শিক্ষার্থীরা নিহতদের বিচার দাবীতে প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ করে। পরে পুলিশের পক্ষ থেকে তাদের বুঝিয়ে শান্ত করা হয়। এসময় পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীরাও উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচিকে ঘিরে নওগাঁয় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। দুপুর ১২ টার পর থেকে শহরের গুরুত্বপূর্ন সড়ক ও মোড়ে মাড়ে টহল দিতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এছাড়া গুরুত্বপূর্ন স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।