সারাদেশ

নওগাঁ সেনা সদস্যকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

নওগাঁ সেনা সদস্যকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৪, দুপুর ১২:৩৭

নওগাঁর মান্দায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরালকে মারধর করে টাকা ও স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ভারশোঁ মৎস্যজীবীপাড়া গ্রামের উপশহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সেনাসদস্য আপেল মাহমুদ (৩৪) ভারশোঁ গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। ঘটনায় একই এলাকার সাদ্দাম হোসেন, আমজাদ হোসেন বাবুসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ থেকে ৬জনের বিরুদ্ধে বুধবার মান্দা থানায় অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী সেনাসদস্য আপেল মাহমুদ বলেন, ‘মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে ভারশোঁ উপশহর বাজারে সাদ্দাম হোসেন, আমজাদ হোসেন বাবুসহ অভিযুক্তরা আমার পথরোধ করে। এ সময় মারধর ও চাকুর মুখে জিম্মি করে আমার কাছে থাকা ৩৭ হাজার টাকা ও স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পরে আমার ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’ এবিষয়ে অভিযুক্ত সাদ্দাম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি রিসিভ হয়নি। জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে