সারাদেশ

মোহাম্মদপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ

মোহাম্মদপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ আগস্ট ২০২৪, বিকাল ৫:১৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১আগষ্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত উক্ত ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হবে। পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন- অত্র ইউনিয়ন পরিষদের সচিব বিপ্লব সরকার। এসময় উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার আবু মুছা সহ সকল ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডে ১৫৭৮ জন কার্ডধারীদের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়। বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি উপকার ভোগীরা। মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস, এম রবিউল আলম চৌধুরী পিন্টু বলেন, টিসিবির পণ্য পেয়ে উপকার ভোগী মানুষ অনেক উপকৃত হচ্ছে। বর্তমান সরকার জন বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভর্তুকি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর ব্যবস্থা করছেন এবং তিনি গরীব ও মেহনতী মানুষের সাথে সুখে দুঃখে আছেন এবং থাকবেন।