সারাদেশ

জয়পুহাট কালাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত

জয়পুহাট কালাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ আগস্ট ২০২৪, বিকাল ৩:১৪

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে র‍্যালী, পোণা অবমুক্তকরণ আলোচনা সভা, ও পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। জয়পুরহাটের কালাই উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মিনফুজুর রহমান মিলন উপজেলা চেয়ারম্যান কালাই, তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ আমাদের দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও সংরক্ষণে গুরুত্ব বহন করে। মৎস্য খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বড় ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, আমাদের এই খাতে আরও উন্নতি সাধনের জন্য প্রযুক্তির ব্যবহারে জোর দিতে হবে এবং ছোট মৎস্যজীবীদের জন্য প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশের মৎস্য উৎপাদন বাড়াতে পারব এবং বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হব। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইফতেখার রহমান উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) উপস্থিত ছিলেন মৎস্য অফিসার মোছা: তৌহিদা মোহতামিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ,ভাইস চেয়ারম্যান মোস্তফা, মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরি, এবং বাবু মুনিশ চৌধুরী এবং এলাকার সাধারণ জনগণ। তারা সবাই মৎস্য খাতে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নের আশা ব্যক্ত করেন।