তীব্র গরমে তৃঞ্চার্থ পথচারীদের শরবত,পানি এবং স্যালাইন পান করানোর এক ব্যতিক্রমী উদ্যোগ নিল পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। সারাদেশে টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এই তাপদাহ থেকে একটু স্বস্তি দিতে বিজিবি হবে সীমান্তের নিরপত্তা ও আস্থার প্রতীক।
গত মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে পত্নীতলা ব্যাটালিয়ন, ১৪ বিজিবির নিজস্ব ব্যবস্থাপনায় জয়পুরহাট-রাজশাহী বাইপাস সড়কে প্রায় ৩০০ জন পিপাসার্ত পথচারীকে পানীয় পান করানোর মধ্য দিয়ে এ মহতী উদ্যোগে শুরু হয়।
বুধবার (২৪ এপ্রিল) পত্নীতলা ব্যাটালিয়ন সদরের ব্যবস্থাপনায় জয়পুরহাট-রাজশাহী বাইপাস সড়কে ২৬০ জন। এছাড়াও ১৪টি বিওপি’র তত্ত্বাবধানে সীমান্তবর্তী পিপাসার্ত পথচারীদের শরবত,পানি এবং স্যালাইন পান করিয়ে যাচ্ছে। এই মহতী কার্যক্রম তাপদাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
মতামত