সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ আগস্ট ২০২৪, দুপুর ২:৫৬

ঠাকুরগাঁওয়ে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে নারী শিক্ষার্থীদের ওপর  লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে মেয়েদের ওপর পুলিশের নির্যাতনে ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। অভিভাবকরা জানায়, মেয়েগুলো তো খালি হাতে তাদের দাবি আদায়ের জন্য রাজপথে গিয়েছিলো। তাদের হাতে লাঠি বা অস্ত্র ছিলো না। কোন ভাঙচুরও করেনি। তাহলে পুলিশ কেন বেপরোয়া হয়ে মেয়েদের পেটালো? মেয়েরা যদি কোন অন্যায় করে থাকে তাহলে নারী পুলিশ সদস্যরা তাদের প্রতিরোধ করবে কিন্তু এখানে নারী পুলিশ সদস্য তো দুরের কথা পুরুষ পুলিশ সদস্যরা মেয়েদের ধরছে আর পেটাচ্ছে। এরকম নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বুধবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও টাঙ্গন ব্রীজ সংলগ্ন অপরাজেয় একাত্তর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে জর্জ কোট চত্বরে দিকে যাওয়ার অভিমুখে পুলিশ বাঁধা দেয়। পরে এক পর্যায়ে শিক্ষার্থীরা বাঁধা অতিক্রম করে ঠাকুরগাঁও পৌরসভার ও জেলা দায়রা জজ আদালতে