"ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সন্দ্বীপে (৩১ জুলাই) বুধবার শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সাত দিনের এই র্যালি ৫ আগস্ট পযন্ত চলবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রথম র্যালি গতকাল সকাল ১১ টায় উপজেলা চত্বরের সামনে থেকে কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের পুকুরে গিয়ে র্যালিটি শেষ হয়। পুকুরে পোনা অবমুক্ত করণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা।
সর্বশেষ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ও সভায়
সঞ্চালনায় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আতিককুল্যাহ
আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন ও ভাইস চেয়ারম্যান ওমর ফারুক। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা।
মতামত