শিক্ষাঙ্গন

রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান বেরোবি শিক্ষার্থীদের 

রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান বেরোবি শিক্ষার্থীদের 

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩১ জুলাই ২০২৪, রাত ২:০৮

কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার সরকারের দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জুলই) বেরোবির বিভিন্ন বিভাগের অধিকাংশ শিক্ষার্থী সরকার ঘোষিত শোক বর্জন করার ঘোষণা দিয়ে লাল রঙ সম্বলিত ফেসবুক প্রোফাইল তৈরি করে। এর আগে সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। শোক পালনের জন্য মঙ্গলবার কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এদিকে বেরোবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সরকার ঘোষিত শোক কে সমর্থন জানিয়ে কালো রং সম্বলিত নিজেদের ফেসবুক প্রোফাইল তৈরি করে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, হত্যাকারী-ই হত্যার শোকে শোকাহত! এটা শোক দিবস নয়, প্রহসন! প্রত্যাখ্যান করছে ছাত্র সমাজ! ইলেক্ট্রনিক ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গোলাম রাব্বানী নামে আরেক শিক্ষার্থী লিখেন,রক্তের দাগ শুকায় নাই শোক নয়,আমার ভাইয়ের রক্তের বদলা চাই। গণিত বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান টুম্পা লাল কাপড় দিয়ে নিজের চোখ বাধা সম্বলিত একটি ছবি ফেসবুক প্রোফাইল পরিবর্তন করে ক্যাপশনে লিখেন, The sky is red... একইভাবে চোখ বাধা ছবি দিয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিশাদ নূর গত কয়েকদিনের ঘটনা টেনে লিখেন, চোখ বেধে বিশ্বাস করে যাব সব। এমন ভান করে যাব দেশে এ কয়দিন কিছুই হয় নি। যা হয়েছে সব প্রভাবনায় । পারলে তোদের বুঝিয়ে যাব সব নর্মাল । সুযোগ পেলে তিরস্কার করব তোদের আন্দোলনের। আর বার বার বুঝিয়ে যাব "আসলে দেশে কিছুই হয় নি, তোদের যা বোঝানো হচ্ছে সব রাজনৈতিক উদ্দেশ্যে ৩য় পক্ষের গুজব। দেশের কিচ্ছু হয় নি। সব তো স্বাভাবিক।