সারাদেশ

নাজিরপুর উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে টিন ও নগদ অর্থ বিতরণ

নাজিরপুর উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে টিন ও নগদ অর্থ বিতরণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩০ জুলাই ২০২৪, সন্ধ্যা ৬:২৮

পিরোজপুরের নাজিরপুর সংসদ সদস্য শ ম রেজাউল করিম বলেছেন, ‘কোনো রকম অবৈধ উপায়ে দেশটা অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে আমরা ছাড় দেব না। আপনারা শেখ হাসিনার সঙ্গে থাকবেন, উন্নয়নের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সুবিধা-অসুবিধা আমরা দেখব।’ মঙ্গলবার (৩০ জুলাই) সকালে নাজিরপুর উপজেলা পরিষদ কৃষি প্রশিক্ষণ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাজিরপুর উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে টিন ও নগদ অর্থ বিতরণ করেন তিনি। এ সময় উপজেলার ১০১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ পাঁচ হাজার ও যাতায়াত খরচ বাবদ ২৫০ টাকাসহ এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, ‘শেখ হাসিনার আগে কেউ কি অসহায় মানুষদের ঘরবাড়ি করে দিয়েছে? শুধু ঘর নয়, দলিল করে দেওয়া হয়েছে জমি। আপনাদের বিদ্যুৎ, টিউবওয়েল, বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে, টিন, গরু, ছাগল দেওয়া হয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র শেখ হাসিনার দ্বারা। তার সঙ্গে থাকবেন। শেখ হাসিনা আমাদের জন্য আশীর্বাদ।’ তিনি আরো বলেন, ‘কোনো বাটপার, দুর্নীতিবাজ, দুর্বৃত্ত, সন্ত্রাসীদের দ্বারা আপনারা বিভ্রান্ত হবেন না। আমি আপনাদের সঙ্গে আছি, আমৃত্যু আপনাদের সঙ্গে থাকব। অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন বিশ্বাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। এ সময় আরো উপস্থিত ছিলেন খানজাদা শাহিয়ার বিন মান্নান অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভাগ পিরোজপুর, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকি শাহীন, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রারাফিল হাওলাদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম উপজেলা, উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল, প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।