সারাদেশ

কাউনিয়ায় আনসার ও ভিডিপি'র বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

কাউনিয়ায় আনসার ও ভিডিপি'র বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩০ জুলাই ২০২৪, দুপুর ২:২২

রংপুরের কাউনিয়া উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে সোমবার দুপুরে বৃক্ষ রোপণ ও আনসার ও ভিডিপি'র ক্লাব সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাঃ ফেরদৌসী আকতার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুমি বেগম, উপজেলা মৎস্য অফিসার মোছাঃ ফারজানা আক্তার, জনতা ব্যাংক ম্যানেজার মোঃ রাজন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তারেবেকা ইয়াসমিন, তথ্য সেবা কর্মকর্তা আকতার জাহান, একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ, আনসার ও ভিডিপি'র প্রশিক্ষক তাহেরা সিদ্দিকা প্রমূখ। উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ শেষে আনসার ও ভিডিপি ক্লাব গদাধর, বরুয়াহাট, বালাপাড়া আনসার ভিডিপি ক্লাব সভাপতি, সম্পাদক ও সদস্যদের মাঝে বনজ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।