বগুড়ার সান্তাহারে ট্রাকের চাপায় তুহিন (১৮) নামের এক রাজমিস্ত্রি শ্রমিক যুবক নিহত হয়েছে। শহরের বাইপাস সড়কের হবির মোড় নামক স্থানে এঘটনাটি ঘটেছে।
নিহত যুবক নওগাঁর রানী নগর উপজেলার পারইল গ্রামের মৃত সিমুল হোসেনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণী জানা যায় রোববার রাত ১০টারদিকে নিহত যুবক শহরের হেমাতখালীর প্রতিবেশী সুমনের ভাড়ার বাসায় যাওয়ার পথে উল্লেখিত স্থানে ভিআইপি বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা বাসকে ওভাটেক করে নওগাঁ থেকে ঢাকাগামী চাল বোঝাই ঢাকা মেট্রো ট- ২০-৬৫০৪ বিসমিল্লাহ মহিত এন্টারপ্রাইজ নামের ওই ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এসময় ট্রাক চালক ঘটনাস্থলে ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে সান্তাহার শহর পুলিশ লাশটি উদ্ধার করেন।
এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এবং ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।
মতামত