বগুড়া সারিয়াকান্দির চালুয়াবাড়ি ইউনিয়নের দুর্গম চরে বন্যা দুর্গতের মাঝে লেডিস ক্লাবের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জুলাই) সকাল ১০ টায় চালুয়াবাড়ির ১০০ জন বন্যাদুর্গতের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া লেডিস ক্লাবের সভাপতি ও বগুড়া জেলা প্রশাসকের সহধর্মিণী লাকী আক্তার, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সারিয়াকান্দি লেডিস ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী জান্নাতুল ফাইজা।
এসময় আরও উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা প্রকল্প অফিসার তারিফুল ইসলাম, চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান বাদশা মিয়া, ইউনিয়নের মেম্বারগন।
ত্রাণ বিতরনের সার্বিক আয়োজন করেন সারিয়াকান্দি উপজেলা লেডিস ক্লাব।
মতামত