সারাদেশ

রানীনগর উপজেলার নতুন ইউএনও মোহাইমেনা শারমীনের যোগদান

রানীনগর উপজেলার নতুন ইউএনও মোহাইমেনা শারমীনের যোগদান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, সন্ধ্যা ৮:৪৪

নওগাঁ জেলার রানীনগর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাইমেনা শারমীন। রানীনগর উপজেলায় যোগদানের আগে তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে মোহাইমেনা শারমীন যোগদান করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। মোহাইমেনা শারমীন ৩৪ তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা। বৃহস্পতিবার ১১ জুলাই দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমকে উপজেলা নির্বাহী অফিসার পদে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ক্ষেতলাল, জয়পুরহাটে ০৬ জুন সরকারী আদেশে বদলী করা হয়েছে।