সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস মেলায় যাদু খেলার নাম করে অশ্লীল নৃত্য পরিবেশনকালে তিন তরুণীসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে ওই মেলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, পাবনা জেলার চাটমোহর উপজেলার কাটাখালী গ্রামের মো. সালামের ছেলে সাব্বির হোসেন (২৩) ও তার স্ত্রী মৌসুমী খাতুন (১৯), বগুড়া জেলার গাবতলী উপজেলার দূর্গাহাটা গ্রামের আব্দুৈ লতিফের ছেলে মো. মিনারুল (২৪), শেরপুর উপজেলার হাটগাড়ী গ্রামের করিম হাসানের স্ত্রী মোছা. লাবলী আকতার (২৩) ও শিবগঞ্জ উপজেলার জামুরহাট দক্ষিনবেলাই গ্রামের মোঃ সোলেমান মেয়ে মোছা. শিমু আকতার (১৯)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটককৃত ওই পাঁচ জনকে বুধবার দুপুরে সিরাজগঞ্জ আলাদতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ কর্মকাণ্ডের সাথে অন্য কেউ জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।
মতামত