সারাদেশ

নওগাঁ ৩ আসনের এমপির মা সবিতা চক্রবর্তীর দশম প্রণয় দিবস পালিত

নওগাঁ ৩ আসনের এমপির মা সবিতা চক্রবর্তীর দশম প্রণয় দিবস পালিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪, রাত ৯:১৫

আজ ২৪ এপ্রিল আমার মা সবিতা চক্রবর্ত্তীর দশম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এদিনে আমার মা (৮৭) অনন্তলোকে যাত্রা করেন। নাটোরের কাফুরিয়ার বিখ্যাত জমিদার পরিবারে ১৯২৭ সালে সবিতা লাহিড়ী নামে যে মেয়েটি জন্মেছিলেন, সময়ান্তরে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বৃহত্তর বালুভরা অঞ্চলে এসে বৈবাহিকসূত্রে তিনি হয়ে গেলেন সবিতা চক্রবর্ত্তী। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত বিদূষী ও মমতাময়ী আমার মা মনুষ্যত্ব ও মহত্বের যে স্বাক্ষর রেখে গেছেন তা কখনই ভোলার নয়। এলাকায় শিক্ষা-সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা, সমাজ কল্যাণ ও সেবাব্রতে তিনি যে উদাহরণ সৃষ্টি করেছেন সেজন্য নওগাঁ এলাকায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এলাকাবাসীর ঐকান্তিক আগ্রহেই ঐতিহ্যবাহী বালুভরা আর. বি. উচ্চবিদ্যালয় এন্ড কলেজের লাইব্রেরিটি 'সবিতা চক্রবর্ত্তী স্মৃতি গ্রন্থাগার' নামকরণ হয়। মা ছাড়া পৃথিবীটা কেমন যেন শূন্যতায় ভরা । মা তোমাকে খুব খুব বেশি মনে পরে । তোমার অভাব প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে অনুভব করি । ভালো থেকো মা ওপারে - এ প্রার্থনা করি।