সারাদেশ

ডোমারে মাদক বিক্রয় ও সেবনরত অবস্থায় গ্রেফতার ৬

ডোমারে মাদক বিক্রয় ও সেবনরত অবস্থায় গ্রেফতার ৬

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, সকাল ১০:২০

নীলফামারীর ডোমার উপজেলায় সন্দেহভাজন ও মাদক বিক্রয় এবং সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।এসময় আটককৃতদের কাছে নিষিদ্ধ ১৫টি ট্যাপেন্ডোল ট্যাবলেট ও ১.৮২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। সোমবার(১৫জুলাই)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছোট রাউতা ভুজারী পাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মো. এরশাদ(৩২),সদর উপজেলার চড়ইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় পাঠানপাড়া এলাকার আবু সাঈদ পাগলার ছেলে রুবেল ইসলাম(২৭)।আটককালে এরশাদের কাছে ৯পিছ ও রুবেলের কাছে ৬পিছ ট্যাপেন্ডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। জোড়াবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে আব্দুর রহিম সাগরকে(৩১) ১.৮২ গ্রাম হিরোইনসহ আটক করা হয়। পৌরসভার শালকী ব্রীজ সংলগ্ন কলেজ পাড়ার মৃত গিরীধারীর ছেলে রামনাথ(৬০) ও বসুনিয়া ডাঙ্গাপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ছমির উদ্দিনকে(৫৫) মাদক সেবনরত অবস্থায় আটক করে পুলিশ। জোড়াবাড়ী ইউনিয়নের ফকিরপাড়ার দুলাল হোসের ছেলে শাহজাহান ইসলামকে(২২) রাতে সন্দেহভাজন ঘোরাফেরা করায় পুলিশ তাকে আটক করে। ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।