জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম উপজেলা পর্যায়ে ২০২৩-২৪ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি কার্য সম্পাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
রবিবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁর হাতে পুরস্কার, সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এ সময় জয়পুরহাট জেলার পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত (অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ) কে. এম. এ মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দীন জাহাঙ্গীর, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি অফিস প্রধান নির্বাচিত হওয়ায় ও পুরস্কার প্রাপ্তিতে এক প্রতিক্রিয়া ব্যক্ত করে ইউএনও মনজুরুল আলম বলেন, শুদ্ধাচার পুরস্কার আমাদের চাকুরি জীবনের অনেক বড় প্রাপ্তি নিশ্চয় পুরস্কার অনুপ্রেরণা যোগায়, উজ্জীবিত করে। এই পুরস্কার আগামী দিনে আমাদেরকে আরো ভালো কাজের প্রেরণা দিবে বলে বিশ্বাস করি।
মতামত