সারাদেশ

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৫ জুলাই ২০২৪, সন্ধ্যা ৮:৩৯

কিশোরগঞ্জের হোসেনপুরে পিকআপ ভ্যান চাপায় সুফিয়া (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে সাথী (১৩)। সোমবার, ১৫ জুলাই সকালে কিশোরগঞ্জ-ভালুকা সড়কের পূর্ব দ্বীপেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া উপজেলার জামাইল গ্রামের কামাল হোসেনের স্ত্রী। স্থানীয় সুত্রে জানা যায়, মেয়েকে নিয়ে দিন রাত উপজেলার বিভিন্ন সড়কে হাঁটাহাঁটি করাই ছিলো মানসিক ভারসাম্যহীন সুফিয়ার নেশা। প্রতিদিনের মতো এদিন সকালে মেয়েকে নিয়ে হাঁটতে বের হলে পূর্বদ্বীপেশ্বর এলাকার কিশোরগঞ্জ-ভালুকা সড়ক পার হতে গেলে কিশোরগঞ্জের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে  হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়াকে মৃত ঘোষণা করেন৷ হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন সাংবাদিক দের  ঘটনা টি র সত্যতা নিশ্চিত করেছেন।