কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে রোববার মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে-রাজাকার, রাজাকার’ স্লোগান দেন। এদিকে রাজাকার ধ্বনিতে মিছিলের প্রতিবাদে সোমবার বেলা ১১টায় পাল্টা বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ। মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও পাশর্^বর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে সমাবেশে মিলিত হয়।
এদিকে সোমবার বেলা চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে আবারো কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় আন্দোলনকারী এক শিক্ষার্থীকে বিশ^বিদ্যালয়ের জিয়াউর রহমান হলে মারধর করার প্রতিবাদ ও বিচার দাবি করেন তারা।
মতামত