দীর্ঘ পাঁচ মাস ধরে মারাত্মক অসুস্থ থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী। রোববার রাত আটটার দিকে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ওই শিক্ষার্থীর নাম মীম খাতুন। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ভবিতপুর গ্রামে। তিন ভাইবোনের মধ্যে বড় সন্তান ছিলেন তিনি।
সহপাঠী সূত্রে, এবছর ফেব্রুয়ারি মাস থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় মীম। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসা করা হয়৷ তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা করলেও তাঁর শরীরে সুস্পষ্ট রোগের বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি চিকিৎসকরা। এদিকে প্রায় তিন মাস যাবত নিজ বাড়িতে সয্যাশায়ী ছিলেন তিনি।
মতামত