সালথায় টানা বৃষ্টিতে একটি পাকা সড়ক ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। উপজেলার গট্টি ইউনিয়নের ঠেনঠেছনিয়া-গৌড়দিয়া পাকা সড়কের খোয়াড় এলাকায় পিচঢালাই ও মাটি ভেঙে খালে চলে গেছে। এতে স্থানীয় অন্তত ১১টি গ্রামের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছে। শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, ঠেনঠেনিয়া বাজার থেকে খোয়াড় গ্রাম হয়ে গৌড়দিয়া বাজারে মিশে গেছে পাকা ওই সড়কটি। টানা কয়েক দিনের প্রবল বৃষ্টিতে খোয়াড় গ্রামেরোোল মাঝবর্তীতে আরশাদ মাতুব্বরের বাড়ির সামনে ওই সড়কটি ধসে পড়েছে। যে কারণে সেখানে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে।
খোয়াড় গ্রামের বাসিন্দা লেখক হারুন আর রশিদ জানান, আমাদের এলাকার বেশিরভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। সড়কটি এভাবে ধসে যাওয়ায় স্থানীয় খোয়াড়, গোয়ালপাড়া, খাগইড়, গোবিন্দপুর, সেনহাঁটি, গৌড়দিয়া, সিংহপ্রতাপ, বালিয়া, গট্টি, ভাবুকদিয়া ও ঠেনঠেনিয়া গ্রামের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে স্থানীয়রা তাদের কৃষিপণ্য বাজারজাত করছেন মাথায় করে নিয়ে। কয়েক দিন ধরে সড়কটির কয়েক জায়গায় ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকলেও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, আমি খোঁজখবর নিয়েছি। সড়কটি মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত