বাবা মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে কীটনাশক পান করে ছেলে।
শনিবার (১১ জুলাই) সকালে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মৃত সম্রাট (১৩) বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের ফকির পাড়া গ্রামের ফুলবাবু সরকারের ছেলে। সে এ বছর নারচী মাজেদার রহমান মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেণীতে অধ্যায়নরত ছিলো।
স্থানীয় সুএে জানা যায়, ফুলবাবু সরকার একজন কৃষক। ৮ম শ্রেনী পড়ুয়া তার ছেলে সম্রাট মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করে। কিন্তু মোটরসাইকেল কিনে না দেওয়ায় সে অভিমানে ১০ দিন আগে কিটনাশক পান করে। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় প্রেরণ করেন। পরে আজ শনিবার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্রাটের মৃত্যু হয়। এ খবর লিখা পর্যন্ত তাকে গ্রামের বাড়িতে এনে দাফন করার প্রস্তুতি চলছে।
মৃত্যু সম্রাটের চাচা শফিকুল ইসলাম বলেন, আমার ভাই একজন কৃষক তার ছেলে সম্রাটের এনা মাথার সমস্যা আছিলো। তার পরেও মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করেছিল। কিনে না দেওয়ায় কয়েক দিন আগে সম্রাট বিষ খায়। এরপর সে বগুড়ার হাসপাতালে মারা যায়। বগুড়া থেকে নিয়ে এসে বাড়িতে দাফনের প্রস্তুতি চলছে।
সারিয়াকান্দি থানার এস আই মোসাদ্দেক বলেন, বগুড়া থেকে একটি তারবার্তা আসে। থানা থেকে বিষয়টি সম্পর্কে খোজখবর নিয়ে আসি।মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার প্রতি অভিমান করে ছেলে এমন কাণ্ড ঘটিয়েছে বলে জেনেছি।
মতামত