'এক একেকটি গাছ এক একেকটি অক্সিজেন সিলিন্ডার' প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের উদ্যোগে সারাদেশের সবুজ বনায়নের অংশ হিসেবে আজ ১৩ জুলাই শনিবার বিকালে ঝিনাইদহের খাজুরা গ্রামে অবস্থিত সবুজ পাঠাগার স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রকার ফলজ,বনজ ও ফুলের চারা স্কুলের কোমলমতি শিশুদের মাঝে বিতরণ পাশাপাশি রোপণ করা হয়েছে।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন - ঝিনাইদহের কৃতি সন্তান স্থপতি হাসিবুল কবির, মাটির মিস্ত্রি হিসেবে পরিচিত নাইম ইসলাম, ফারহানা রেজা আঞ্জু প্যানেল মেয়র-৩ ঝিনাইদহ পৌরসভা ও সন্মানিত উপদেষ্টা হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, আলমগীর কবির পরিচালক সবুজ পাঠাগার স্কুল, মালেকা হেনা মায়া নারী বিষয়ক সম্পাদক হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, জাহান লিমন প্রধান নির্বাহী হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, রাসেল আহমেদ শুভ সহ সভাপতি কথন সাংস্কৃতিক সংসদ, তানিয়া আহমেদ সিনিয়র সদস্য হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, সালাউদ্দিন নির্বাহী সদস্য হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের ভলেন্টিয়ার সদস্য আকিমুল পলাশ, নাইচ, জহির ও অনান্য সদস্য উপস্থিত ছিলেন।
মতামত