সারাদেশ

দুর্ভোগ, দুর্যোগ, দুঃসময়ে সম্মিলিত সামাজিক জোট

দুর্ভোগ, দুর্যোগ, দুঃসময়ে সম্মিলিত সামাজিক জোট

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪, সন্ধ্যা ৮:৫৭

করোনাকালীন দুঃসময়ে ঝিনাইদহ জেলা জুড়ে মানবিক সংগঠন গুলোর ভুমিকা, কর্মকাণ্ড, উদ্যোগ দেশব্যাপী প্রশংসনীয় ও অনুকরণীয় ছিল। যে কোন মানবিক কাজে কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়ায় ঝিনাইদহের মানবিক, স্বেচ্ছাসেবী ব্যাক্তি ও সংগঠন সবার আগে নিজ নিজ সামর্থ্য ও উদ্যোগের মাধ্যমে এগিয়ে আসে। আজ ২৪ই এপ্রিল বুধবার, সম্মিলিত সামাজিক জোটের পক্ষে, মেহনতি মানুষের মাঝে ক্যাপ ও স্যালাইন বিতরন কর্মসূচীর উদ্ভোধন করেন-ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি জনাব এম রায়হান।তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের সামাজিক ও মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন। সম্মিলিত সামাজিক জোট ঝিনাইদহ দেশ ব্যাপী চলমান প্রাকৃতিক দুর্যোগ "হিট ওয়েভ"কে মোকাবিলায় ঝিনাইদহ শহরসহ আশেপাশে বেশ কিছু এলাকায় দিনমজুর, রিকসা ভ্যান, চালক, হকার ও নিম্ন আয়ের মানুষের জন্য মাথার ক্যাপ ও সর্বস্তরের মানু্শের জন্য বিশুদ্ধ স্যালাইন পানির কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগ অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি জনাব এম রায়হান।