নিলফামারীর ডোমারে নিজ বাড়ির বারান্দায় গলায় ফাঁস টানানো অবস্থায় সৌরভ সরকার হৃদয় (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ই জুলাই) সকালে উপজেলার ডোমার পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার নিজ বাড়ির বারান্দা থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত ৩টার দিকে সৌরভের প্রতিবন্ধী চাচা শামসুদ্দিনের চিৎকারে সবাই এগিয়ে আসলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় বারান্দায় তাঁর মরদেহ ঝুলতে দেখতে পান সবাই। এছাড়া তাঁর ঘরের দরজা খোলা ও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
তাঁর স্বজনদের দাবি, সৌরভের সাথে কারো কোনোরকমের ঝগড়া-বিবাদ নেই। সে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার ও স্বজনদের।
নিহত সৌরভ সরকার হৃদয় ডোমার পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার মৃত চানু মিয়ার পুত্র।
এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিল। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। সুষ্ঠু তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর রহস্য উদঘাটন করা যাবে।
মতামত