সারাদেশ

ডোমার পৌর সুপার মার্কেটের নির্মাণকাজ পরিদর্শন

ডোমার পৌর সুপার মার্কেটের নির্মাণকাজ পরিদর্শন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ জুলাই ২০২৪, রাত ১১:১৩

নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন ডোমার পৌর সুপার মার্কেটের নির্মাণকাজ পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুক্রবার (১২ই জুলাই) সকালে উপজেলার ডোমার পৌর শহরের বনওয়ারী মোড় এলাকায় সুপার মার্কেটের নির্মাণকাজ পরিদর্শনে আসেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক। এসময় নীলফামারী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে মার্কেটটির অবকাঠামো নির্মাণ প্রায় শেষের দিকে। দ্রুত আনুষ্ঠানিকভাবে চালু করা হবে প্রত্যাশা রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান।