সারাদেশ

তাড়াশে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

তাড়াশে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১২ জুলাই ২০২৪, রাত ১০:৫৫

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে তাড়াশ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৩ টায় উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ তাড়াশ উপজেলা শাখার সভাপতি রজত ঘোষ, এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ ,সহসভাপতি মৃদুল সরকার পলু, সনাতন দাশ, পুলক কুমার ঘোষ, রঞ্জিত পোদ্দার, মৃণাল সরকার মিলু, সুকুমার সরকার, তুষার কান্তি প্রাং, পলান কর্মকার, শংকর ঘোষ, গীতা স্কুলের শিক্ষিকা সুষ্মিতা সাথী দাস প্রমুখ। উল্লেখ্য উপজেলার বেশ কয়েকটি মন্দির প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয়েছে।